নগরীর ঠোঁটে যত প্রেম জমে শিশির হয়ে ঝরে রাস্তায়-
জানো কি তার কতটুকু শোষিত হয় কমল শতদলে?
বুক ফেটে রক্তের যে আলপনা এঁকে হয় সুরোভিত রাজপথ-
তার খবর কি আদৌ উঠে আসে কোনো সম্পাদকীয়তে?
যদি উত্তর না হয় তবে জেনে নিও হে নগরবাসী-
তোমরা আজও মানুষ হতে পারোনি!