এই জগতে এমন সুরে
গায়নি তো কেউ আগে,
জীবন তৃষায় মর্মরতার
যে সুর প্রাণে জাগে।


তোমরা যদি শুনতে এ গান
সলিলে যেত মন,
ঘড়ির কাঁটা নেই তো থেমে
আসছে বিদায় ক্ষণ।


এ জগতের সকল মেকি
বৃথা বাহাদুরি,
ডাকলে পরে যেতে হবে
মায়া সবি ছাড়ি।


আমি তুমি কিই বা হলাম
এ ধরাতে এসে,
যাক না জীবন পরের তরে
এট্টুখানি হেসে।


তোমার স্মৃতি নাইবা যদি
থাকে কারো মনে,
বুঝবে তুমি শূন্য ছিলে
মানুষ জনমে।


পরের তরে জীবন তোমার
যদি কাটে সেবায়,
মরণ পরে রাখবে তোমায়
সবাই নিজের হিয়ায়।


তোমার গানে নতুন দিনের
ভোর রাঙাবে সবে,
মিথ্যা ছেড়ে সত্য নিয়ে
জনম গড়ো তবে।


জীবনের এই অমৃত সুর
গাইতে পারে যারা,
তার শোকেতে গাইবে ভুবন,
হবে গগন তারা।