তোর চাদরে লুকোয় নিজেরে
শীতের উষ্ণতায় যদি ফিরিস
চাদরের ফাঁক গলে!
আদরে আদরে পৌষ ভাদরে
নিয়তির বেড়াজালে খুঁজি
যেসময় অসময়ে গেছে ফেলে।
চুম্বনরেখা, উঁকিবুকি দেখা
অতি যতনে সিক্ত
ক্ষণ যদি আসে ফিরে।
জেনে নিস বিলাসী অহর্নিশ
বাহুডোরে তবু হায়
লুকোবো আবার নিজেরে।
হেলা ফেলা অবহেলা
পাবে না বলছি আর
স্থান হৃদয়ের অন্তপুরে।
জানিস শুধুই দিবানিশি
তোর মায়াতেই কাটে
আছিস মনপ্রাণ জুড়ে।