আজকে বাবার জন্মদিন
খোকন ভীষণ খুশি,
সকাল সকাল মা যে দিল
পায়েস, পিঠা-চুষি!


ঘুম ভাঙতেই পত্নী আমার
জড়িয়ে ধরে বলে,
আজ না চলো বাইরে খাবো
দুপুর বেলা হলে!


জন্মদিনের হুল্লোড়েতে
হলাম কুপোকাত,
হাজার টাকা গচ্ছা দিয়ে
খেলাম মাংস-ভাত!


টিক্ টক্ টিক্ ঘড়ি বলে
কটা বাজে দেখ্?
ছেলে আমার সাতটা বাজে
কাটবে বাবার কেক!


পুচকে ছেলের গোটা ছয়েক
বন্ধু এলো ঘরে,
গান-ছড়াটা গাইলো সবাই
জন্মদিনের সুরে!


বেলুন ফুলোয় সবাই সাথে
ফুটায় হাতে হাতে,
কেকের গোলাপ খুব যে মজা
চাইলো সবাই পাতে!


পত্নী আমার রান্না নিয়ে
বড্ড নাজেহাল,
এত কষ্ট জানলে হয়তো
দাওয়াত দিতনা কাল!


হাসিমুখে তবুও সে
হরেক রান্না করে,
শুভাশিষের সান্ধ্য প্রদীপ
জ্বাললো আমার ঘরে!


তোমরা যারা আমার জন্য
করলে প্রার্থনা,
জানবে আমার হৃদে আছে
তোমার ঠিকানা।