রাই, আমায় কি তোমার আর মনে পড়ে না?
সেই বিকেলগুলো কি একেবারেই মুছে গেছে মনে?
নাকি আজো রোজ স্মৃতির কলে পিষ্ট হও?
জানতে বড্ডো ইচ্ছে করে, রাই;
মেঘেদের তুলো হওয়ার দিন কি গেছে নাকি আজো আছে তার কিছুটা রেশ?
তোমার কপাল-কপোল বেয়ে ওষ্ঠ-অধর পেরিয়ে স্তনোর্ত্তীর্ন আঙুলেরা কি তবে আজ শান্ত হবে নাকি অপেক্ষার প্রহর গুনবে আমার মতোন, তোমার মতোন?
জানতে বড্ডো ইচ্ছে করে, রাই;
আমার এসব অখেয়ালি-বেখেয়ালি জানতে চাওয়াগুলোর ওপর খুব রাগ হয় জানো?
স্মৃতি যেন আমার পিছু ছাড়ে না,
তাই বড্ডো জানতে ইচ্ছে করে-
তুমি কেমন আছো,রাই?