যতন যতন যতন কর
যতন করে মানুষ ধর;
মানুষ ধরে মানুষ বানা
ধরবি সবি ভালা কানা।


হাড় চিবিয়ে রক্ত খাবি
মানব-এ কেন পশু হবি?
বুঝবি এবার সবাই মজা
সবকটারি ভাঙবি পাঁজা।


কথায় কথায় পুকুর চুরি
রাতারাতি বাড়াও ভুঁড়ি?
আল্লাহ্ খোদা স্মরণ কর
তোরা যতন করে মানুষ ধর।


ক্ষ্যাপা বাবা বোঝাবে ঠেলা
রাতদুপুরে মানুষ গেলা?
সাহস থাকলে বাড়া হাত
ভাঙবি সবার বিষ দাঁত।


ঘুমিয়ে থাকতে দিসনি তোরা
পারবি বাঁচাতে নিজের গোঁড়া?
পারিস যদি যা পালিয়ে
মানুষ বানাব সব কিলিয়ে।


পাগলামোর আর কি দেখেছিস?
জীবন ভরে রক্ত চুষেছিস;
হয়েছিস তো সব সাপ নেউলে
রুপটা তোদের দেব খুলে।


খতম খতম খতম কর
তোরা মানুষ পুড়ে সোনা কর,
দে খুলে আজ খোলস সবার
বুঝুক না জোর ক্ষ্যাপা বাবার।