নূপুর পায়ে নাচে খুকু
রুন-ঝুন  রুন-ঝুন রুন-ঝুন;
নাচের তালে গাইছে গান
গুন-গুনিয়ে গুন গুন।


ধা ধিন ধিন ধা না তিন তিন না
তবলা ডুগি বাজে,
তালে তালে নাচে খুকু
নতুন বউটার সাজে।


কাজল চোখে তাকায় খুকু
মুখে মিষ্টি হাসি,
নেচে নেচে বেণী দোলায়
একটু সামনে আসি।


পায়ের ঘুঙ্গুর বাজে দেখো
শব্দ তোলে ঝুম ঝুম,
আলতা পায়ে নাচে খুকু
কপালে লাল কুমকুম।


পরীর নাচে অবাক সবাই
হলো ভীষণ খুশি,
আকাশেতে তাই বুঝি আজ
উঠলো পূর্ণ শশী।