জুতোর সুকতলা দেখা হয়নি কোনদিন,
এখন দেখছি জীবনের অর্ধেকটাই ক্ষয়ে গেছে
মনের অজান্তে।
যে বাগান সাজিয়েছিলাম অতি যতনে-
নানান রঙে ভরেছিল যে বাগান, শূন্য তা আজ
ঝরা ফুলের মেলায়।
যে সুর বেঁধেছিলাম বীণায় শুধু তোমাকে
শোনাব বলে, তার ছিঁড়ে বেসুরো হলো তা
ধূসর লগনে।
বেহাগী মন আমার শুধুই তাড়ায় ফেলে আসা
স্মৃতিময় দিনে, জীবন যাহা এসেছে ফেলে
বহুকাল আগে।
তুমিহীন পথ চলা হয়েছে অনেক, সুকতলা
দেখিনি কোনদিন, শুধু বুঝেছি জীবনের অর্ধেকটাই
ক্ষয়ে গেছে চিরতরে।