বাবা বাবা কোথায় গেলে
আমি তোমার লক্ষ্মী ছেলে।

একা গেলে ভয় যে পাবে,
আমায় ফেলে কোথায় যাবে?

মা বলেছে থাকতে সাথে,
নয়তো যে ভয় পাবে রাতে।

তুমি যাবে বহুদূরে
আসবে তুমি শহর ঘুরে।

আমার জন্যে আনবে খেলনা
নইলে আমি করবো কান্না।

অফিস শেষে আসলে ফিরে
দৌড়ে গিয়ে ধরছি ঘিরে।

খেলনা পেয়ে বেজায় খুশি,
বাবার মুখে দিচ্ছি কিসি!

দুষ্টুমিতে বড্ড ঢিলে,
আমি বাবার লক্ষ্মী ছেলে।