সুগন্ধে উড়ে আসে মৌমাছি
আছে যেথা ফুল কাছাকাছি
কত রং! লাল নীল টকটকে
মধু নিয়ে যায় ফিরে মৌচাকে।


এভাবেই উড়ে চলে
ঝাঁক বেঁধে মাছি দল,
মধু নিয়ে গানে বলে
ফিরে চল, ফিরে চল!


মৌচাকে গিয়ে দেখে
মধু নিয়ে গেছে কেউ!
খালি পড়ে আছে চাক
যেথা মধু ছিল ঢেউ ঢেউ!


রাণী মৌ মরে গেছে
পড়ে আছে দেহ তার,
মধুচোর ভেঙ্গে দিলো
মৌ'দের সংসার।

**ছড়ার প্রথম লাইন এবং মূলভাব আমার ছয় বছর বয়সী পুত্র ধীরাজ ঋষি দে'র কাছ থেকে ধার করা।