মৃত্যুর মুখে আমি দেখলাম রামধনুর সাত রং,
একটি নীল পদ্ম ও একটি ত্রিশূলের ফলা!
আমাকে হল বলা...
তুমি কী চাও?
তোমার সামনে উন্মুক্ত স্বর্গদ্বার ও নরককুণ্ড!
আমি বললাম, আমি চাই অনাবিল শান্তি,
আমি পান করতে চাই অমৃত সুধা!
কিন্তু তোমার কর্মফল...!
স্বর্গসুখ যে নেই তোমার নিয়তিতে...
আমি হেসে বললাম, নিয়তি...!
সে তো আমার জন্ম লগ্নে তোমার হাতে লেখা!
তিনি নির্বাক!
আমার চোখে আদিমতা...
ঠোঁটের কোণে শৃগালের রূঢ় হাসি!