প্রাগৈতিহাসিক প্রেম,
যখন মুঠোফোনে বন্দি ছিলেম, না তুমি না আমি!
কবুতরের তারে পারস্পরিক হৃদয়ের স্পন্দন
আমাদের অন্তরাত্মা ইলেকট্রন তরঙ্গ!
প্রাগপ্রেমে অপেক্ষার নিদারুণ সুখের
অসুখ হতো রোজ-
তোমার, আমার - আমাদের!
কাননের গুল্মে পত্র সুশোভিত বাসরের আসর হতো,
বাসরলতা ঝাপ ফেলে বন্ধ করতো কপাট,
বুনো গন্ধে ভুবনের প্রজাপতিরা দোল খেত;
সুরাপট তোমার দেহে উর্মি খেলে যেত; আর-
চিলতে হাসি, বুকে রাগসুরের লীলা,
আমাদের প্রাগৈতিহাসিক প্রেম,
আলিঙ্গনে সিক্ত অধর কদাচিৎ তারও কিছুটা বেশি!
বিউফুল জরায়ুতে ধরে কিছু কিছু চুম্বনরাশি,
তুমি আমি মিলে একাকার।
তবুও সব অমৃত সেই প্রাগৈতিহাসিক প্রেম
যা আজকের মতো কদাকার নয়!