কবে যে তাকে একান্তই নিজের করে
পেয়েছিলাম তা অনেকটাই বিস্মৃত,
আর কবে যে তাকে আবার নিজের
করে পাব, তাও জানা নেই।
বিধাতা বোধ হয় নিতান্তই
রুষ্ট আমার উপর,
হয়ত তার পছন্দ মত নিজেকে
উজাড় করে দিতে ব্যর্থ।
যার একটুখানি পরশ পেতে
এতই মরিয়া হয়েছি,
যার অমৃত পান করতে মরুর
বেদুঈনের মত তৃষিত,
তার আলিঙ্গন হতে কেনই
বা বঞ্চিত করছে আমাকে?
নিশ্চয় আমি তার আলিঙ্গনের
অযোগ্য, নিশ্চয় আমি প্রভুর
মন জয়ে ব্যর্থ সৈনিক।
কিন্তু আমি যে আর পারছি না-
তার মোহ হতে নিজেকে সরাতে,
আমি যে তার জন্য পাগল প্রায়,
হ্যাঁ আমি তাকে নিজের করে পেতে চাই,
হ্যাঁ আমি তার অমিয় সুধা
কণ্ঠে ধারণ করতে চাই।
তার আগমনের কত স্বপ্ন
বুনেছি এ হৃদয় গহীনে,
কত গান কত কবিতা
রচিত মনে মনে,
শুধু সে আসবে বলে।
আমি তার জন্য আর অপেক্ষার
প্রহর গুনতে পারছি না,
হে মহান প্রভু, দাও হে তারে
একান্তই আমার নিজের করে।
হে সুলোচনা আর থেকো না দুরে,
সময় হয়েছে আমাদের মিলনের,
সময় হয়েছে আমাদের মিলনের,
সময় হয়েছে আমাদের মিলনের।