পুরুষ তুমি পৌরুষ হারিয়েছ;
তোমার নারীতে লোভ,
তোমার নারীর শাড়িতে লোভ,
তোমার নারীর কোমরে লোভ,
তোমার নারীর নাভীতে লোভ,
তোমার লোভ নেই শুধু-
নারীর মনের!


পুরুষ তুমি পৌরুষ হারিয়েছ,
তুমি শাসক হতে চাও,
তুমি ভক্ষক হতে চাও,
তুমি স্বৈরাচারী হতে চাও,
তুমি অত্যাচারী হতে চাও,
তুমি শুধু চাও না-
নারীর ভরসা হতে!


পুরুষ তুমি পৌরুষ হারিয়েছ,
দিনে দিনে তুমি নেতা হয়েছ,
দিনে দিনে তুমি অভিনেতা হয়েছ,
দিনে দিনে তুমি মুখোশ হয়েছ,
দিনে দিনে তুমি হায়েনা হয়েছ,
তুমি শুধু হতে পারলে না-
নারীর অভয় স্থল!


পুরুষ তুমি পৌরুষ হারিয়েছ,
তোমার মধ্যে সততা নেই কিন্তু শঠতা আছে,
তোমার মধ্যে মায়া নেই কিন্তু ছলনা আছে,
তোমার মধ্যে মমতা নেই কিন্তু লালস আছে,
তোমার মধ্যে ঋজুতা নেই কিন্তু নিষ্ঠুরতা আছে,
তোমার মধ্যে হাজার হ্যাঁ নেই কিন্তু হাজার না আছে,
তোমার মধ্যে নাট্য মঞ্চ থাকলেও-
নারীর মন বোঝার ক্ষমতা নেই!


পুরুষ তুমি পৌরুষ হারিয়েছ,
পুরুষ তুমি এখন লোক হয়েছ,
পুরুষ তুমি এখন ভয় হয়েছ,
পুরুষ তুমি এখন মেকি হয়েছ,
পুরুষ তুমি এখন কাপুরুষ হয়েছ,
পুরুষ তুমি এখন শুধ মানুষ হও নি!


পুরুষ তুমি পৌরুষ হারিয়েছ,
অথচ একটা সময় তোমার গৌরবের ছিল।