সখি,
চল ফিরে গিয়ে দেখি,
         ফেলে আসা, মধু মাখা-
আমাদের দিনগুলি!


মনে পড়ে তোর?
              রাত হলে ভোর-
ছুটতাম মিলে পাঠশালায়!


হাত ধরে দুজনে,
কথার সাঁজি, সাজিয়ে যতনে
বসতাম নিরালায়!


মনে পড়ে তোর, সেই সব প্রহর
            কাটেনা যখন অপেক্ষায়-
দেখা পেলে কি যে খুশি!
          দুজনে জড়াতাম আত্মায়?


বল সখি আজ, কতদিন পর-
             হলো দেখা দুজনার!
আছিস কেমন বল দেখি,
      কেমন আছে তোর পরিবার?


জানিস, এতদিন শুধু
          ছিলো বুকে হাহাকার,
একবার, তোকে দেখবার
      আবার গল্পে হারাবার!


অবাক হয়ে দেখি, হলো একি- একি!
কোথা হারালো
  দীঘল কুন্তল বেণী তোর!
দেখলেই মনে হতো যেন-
বিষধর গোখরা
         ফনা তুলেছে সজোর!


খুব দেখি হলি মেকি,
           রাগী রাগী চেহারা যে,
কথা সব গেল কোথা?
           হাসিমুখ হারালো সে?


সখি তবু দুচোখ জুড়োয়
          তোর মধু মুখ দেখে,
কি করে ছিলিস বল
          আমাকে দূরে রেখে?


আয় মোর গলে আয়
          প্রাণে মিলিয়ে প্রাণ,
এজীবনের যত সুখ স্মৃতি
      সবেতে তোর অবদান!


আয় সখি, গান গাই সাথে
                ফেলে আসা দিনের কথা;
কত রঙিন দিনগুলো গেছে কেটে
              স্মৃতির পাতায় শুধু নিরবতা!