আর কিছু দিতে না পারো দুঃখ দিও রাশি রাশি,
মাথা পেতে নেবো সবি সইব সবি হাসি হাসি,
ভালোবাসার মূল্য যদি দিতেই হয় চোখের জলে,
রাজি তাতেও কাঁদতে আমি, প্রেমী নাইবা হলে।


ভালোবাসার অপরাধে কণ্ঠে যদি দাও গরল,
চক্ষু মুদে পান করিব, ভাবব সবি সুধা সরল।
অনল যদি পোড়ায় দেহ, বিরহ পোড়ায় মন
ভাবলেও গা শিউরে ওঠে আজ তোমায় আপনজন!


ছোট্ট নদী দেখে তবু সাগর শান্ত হয়,
সে মরলে নদীর আর আপন কেবা রয়।
আমিও আজ সাগর হলাম, পাথর বেঁধে বুকে
সব কিছুরই পাবে ফল, দেখবে নিজের চোখে।


যদি আমায় হাসতে দেখ, নাচতে দেখ সুখে
সবি তার অভিনয়, সুখেরা লুকোয় দুখে।
আর কিছুদিন সবর কর নদীও হবে সাগর
সেদিন তুমি বুঝবে ওগো আসল কে গো নাগর...