সম্মোহনী চক্র ঘুরে চলেছে নগরীর জানালায়
আমি ছুটছি কৃষ্ণগহ্বর কিনারা ঘেঁষে অসীমে
একটা মৃদু আলোক রশ্মি হয়েছে পাপারাজ্জি
সুক্ষ্ম তারের অনুরণন ঘুম ভাঙায় কোকিলের
ট্রেন থেমে যায় অজানা জংশনে
ঝিরিঝিরি বৃষ্টি মেঘ হয় শতদলে
যেখানে-যেভাবে হয়েছিল আমাদের সৃষ্টি!