জগতের যত সৃষ্টির স্রষ্টা
মিলিয়া সবে এবার হও এক,
এই ধরণীর হাহাকার
শুনিয়া সবে এবার হও এক।


আর কত জাত পাত, আর কত সংঘাত
আর কত বিভেদে রবে নীরব,
দলে দলে সবে যায় রসাতলে
খোল আঁখি হে ভগবান আল্লাহ রব।


হে রহিম হে মোর অন্তর্যামী,
হে রহমান তোমারি চরণ চুমি,
মাঙ্গি বর তব দ্বারে তোমারি সন্তান,
মানবের তরে পৃথ্বীরে কর দান।


এই জরা-ব্যাধি মোহ ক্লেশ হইতে
মুক্ত কর হে ধরা তব সৃষ্টির তরে,
যত পাপ তাপ রোগ শোক হইতে
মুক্তি দাও সন্তানেরে চিরতরে।


হে প্রভু জগতে যত সৃষ্টির স্রষ্টা
মিলিয়া সবে এবার হও এক,
এই ধরণীর হাহাকার
শুনিয়া সবে এবার হও এক।