মুক্ত হৃদয় শূন্যে ওড়ে
গানের ডানা মেলে,
সুর যে বাজে প্রাণের মাঝে
বীণার তারে খেলে।

সুরের জাদু লাগলো প্রাণে
মাতলো ভুবন গানে,
পলাশ শিমুল ফুটলো বনে
তানপুরারই তানে।

হিমেল দোলে দুলছে হৃদয়
দুলছে ভুবন সারা,
এমন সুরে যাচ্ছে ভেসে
সুর্য চন্দ্র তারা।

গানে গানে কাশ যে দুলে
দুলছে শহর গ্রাম,
গানের সুরে শুদ্ধ হলো
সকল কলুষ প্রাণ।