আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে পাখিরা নির্ভয়ে গান গায়,
যেথা রবে শুধু ধর্মের জয়গান
রবে না কোন অধর্মের কলতান,
যেথা সকলে মিলে গাইবে সাম্যর গান
রবে না কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান,
যেখানে রবে না জাতি ভেদাভেদ
যেথা পাবে সবাই মানবের সম্মান।
আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি প্রতিক্ষণ
যেখানে বিশ্বাসে মানব রাঙাবে ভুবন,
যেখানে থাকবে না কোন ছল,
কোন মেকি, কোন আপনের কোন্দল,
যেথা সত্য হবে সে কথা-
মানুষ মানুষের জন্য
যেথা মানুষ হয়ে জন্মে, হবে সবাই ধন্য।
আমি সেই পৃথিবীর বুকে বাঁচতে চাই
যেখানে শুধু আলো আর আলো
যেখানে থাকবে না কোন মেঘ কালো
যে পৃথিবীতে থাকবে ভালবাসার ছড়াছড়ি
যেথা বৃষ্টিতে ঝরবে শুধু সুখের বারি।
আমি সেই পৃথিবীর বুকে বাঁচতে চাই
আমি যে পৃথিবীর স্বপ্ন দেখি প্রতিক্ষণ ।