রজঃস্বলার রক্তগঙ্গা ঊরুসন্ধি উপত্যকায়
লাভা ঝরে পুড়ছে দেহ, কাতরে ঝলসায়-
ও কিশোরীর কপোলের টিপ, টকটকে সূর্য লাল
তিরস্কারে পুরস্কৃত, জলে সিক্ত ভাল।
রমণী তুই অধীন আমার, লালসায় তোর বাস
আমি মহান, তুই তো চরণের দাস!


একদা কিশোরীর টিপ পদদলিত রাজপথে,
হাতের কাঁকনও টিকলো না তাতে,
ঋতুবতীর রক্তের দাগ টকটকে!
সম্ভ্রম হীন হল আমার দেশ মাতৃকা!
ধর্মের বেড়াজালে লুণ্ঠিত ললনা,
প্রতীকী হলাম সবাই,
ভন্ডতে সয়লাব!
সবার অগোচরে হল-
একটি টিপের গণ ধর্ষণ।