আজ ছাদের কার্নিশে থাকা একটি পায়রা হইনি বলে
উল্লাসে মাতি,
আজ চড়ুইয়ের ঘরের আর্তনাদ শুনতে পাইনা বলে
উল্লাসে মাতি,
আজ ওই ভয়ার্ত সারমেয়র চোখের ভাষা বুঝি না বলে
উল্লাসে মাতি,
আজ ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব হতে পারিনি বলে
উল্লাসে মাতি।
একটা নতুন বছর এতো দুর্বিষহ হয়ে উঠে শুধু
একটা নিরীহ পায়রার মৃত্যুতে,
একটা নতুন বছর এতো দুর্বিষহ হয়ে উঠে শুধু
চড়ুইয়ের সন্তান হারা আর্তনাদে,
একটা নতুন বছর এতো দুর্বিষহ হয়ে উঠে শুধু
সারমেয়র চোখ ঝলসে যাওয়ায়,
একটা নতুন বছর এতো দুর্বিষহ হয়ে উঠে শুধু
আমার মানুষ না হয়ে ওঠায়।
ঈশ্বরের ভুলে নিজের জীবন উৎসর্গ করে পায়রা,
ঈশ্বরের ভুলে নিজের সন্তানকে উৎসর্গ করে চড়ুই,
ঈশ্বরের ভুলে নিজের দৃষ্টি উৎসর্গ করে অবলা সারমেয়,
ঈশ্বরের ভুলে উল্লাসে মেতে উঠি,
আতশবাজিতে আলোকিত করি রাতের আঁধার,
যুদ্ধের দুন্ধবী বাজিয়ে তাণ্ডব করি আমি!
তাঁর সৃষ্টির সেরা জীব যে নই আমি কিংবা তুমি!
থু থু থু;
সাহস থাকে তো আমাকে ভুল প্রমাণ করো,
বন্ধ করো এই হীন বর্ষ বরণ!
আমি নতমস্তকে স্বীকার করে নেবো-
তুমি আমার মতো নও!
তুমি সৃষ্টির সেরা জীব!