আমার গানের অশ্রু দিয়ে গোছাবো তোমার স্মৃতি,
আমি ভোরের পাখি করবো যে গান শুনবে শালিক জুটি;
আমার গানের অশ্রু দিয়ে গোছাবো তোমার স্মৃতি,
আমি ভোরের পাখি করবো যে গান শুনবে শালিক জুটি;


তোমায় নিয়ে যে গান গা'ব,  সুর যে দিলে তুমি,
তোমার তরে দান করেছি যা ছিলো মোর দামী!
তোমার চোখে ভুবন দেখি, দেখি সুখের ছায়া,
সেই চোখেতে অশ্রু কেন, কেন এতো মায়া?


আজ আমি নেই তো আমি, পথের ধূলোয় মিশে,
সব হারিয়ে শূন্য হলাম শুধু তোমায় ভালোবেসে।
তোমার জন্য বিশ্ব ভুবন ছেড়ে যেতেও পারি,
তুমি ছাড়া এই জীবনে ভাবতে কাউকে না'রি।


তাই তো আমি গাইবো এ গান, ভুলতে তোমার স্মৃতি,
দোদুল দোলে হিন্দোলেতে, শুনবে শালিক জুটি,
শুনবে শালিক জুটি,
শুনবে শালিক জুটি।।