যদি তুমি মানুষ হও তবে
বর্ষ বরণে আর কোনো আতশবাজি নয়!
যদি তুমি মানুষই হও তবে
চড়ুই পাখির আর্তনাদের কারণ হইয়ো না;
যদি তুমি মানুষ হও তবে
প্রতিবেশী বৃদ্ধার মৃত্যুর কারণ হইয়ো না;
যদি তুমি মানুষ হও তবে
ঐ যে কুকুর ছানা! মাঝরাত্তিরে ওর আতঙ্ক হইয়ো না;
যদি তুমি মানুষ হও তবে
উড়ন্ত চিলের কাছ থেকে আকাশ কেড়ে নিও না।
যদি তুমি মানুষ হও তবে
শহরজুড়ে হাজার শিশুর শ্বাসকষ্টের যন্ত্রণা হইয়ো না।
যদি তুমি আসলেই মানুষ হও তবে
বর্ষ বরণে হাজার টাকার আতশবাজি নয় বরং
তোমার হাতে উঠুক পথ শিশুর জন্য হাজার টাকার আহার,
দুখিনী মায়ের জন্য একটা নতুন শাড়ি কিংবা
প্রিয়তমার পছন্দের কোনো ফুল! তবুও কোনো আতশবাজি নয়!
যদি তুমি রাঙ্গাতে চাও নতুন বছরে নিজের জীবন,
তবে আতশবাজির আলোতে নয়;
দুখী মানুষের পাশে দাঁড়াও; তাঁদের দোয়ায় নূর থাকে;
নূর মানেই আলো!
তবে চলো এই নতুন বছরের আগমণীতে শপথ নিয়ে বলি
আতশবাজির আলো নয় আর,
চলো আর্তের ঘরে সুখের প্রদীপ জ্বালি!