১/১১ কি শূন্য হবে?
জানতে চাইলে ভাগটির জবাবঃ
শূন্য নয় , শূন্য নয়(.০৯০৯০৯...)-
বাপরে বাপ কি সত্যবাদী জবাব!
সত্যবাদীর পর মিথ্যাবাদী ভাগও আছে।
যেমনঃ ১১২৩/৩৩৩৩
ওকে যদি বলো এই বেটা বল দেখি,
তিনে তিনে কত ?
ওর কি মিথ্যা উত্তরঃ
তিন তিন ছয় নয়, তিন তিন ছয় নয়।(.৩৩৬৯৩৩৬৯....)
এবার আসা যাক লোভী ভাগে।
২/১১ কে যদি জিজ্ঞেস করো,
ও ভাই তোমার লাগবে কি দ্রুত বলতো?
ও বলবে শুধু ট্যাকা ,ট্যকা,ট্যাকা। (.১৮১৮১৮.......)
বলুন তো ভাই কেমন লোভী বেটা!



উৎসর্গঃ চমক হাসান যার তথ্য ও উপাত্তে এ কবিতা রচিত।