আমার আকাশ ভরা তারা
তোমার চোখে এখন ছানি,
আমার হাসিতে মুক্তো ঝরে
তোমার আসে এখন বমি।
আমার রূপে দুধে-আলতা
তোমার লাগে এখন সস্তা।
তোমার চোখে আমি মায়াবী
এখন লাগে শুধুই ডায়নি।
আমার কন্ঠে মধু ভরা,
তুমি হয়ে যাও এখন বয়রা।
আমার নৃত্যে তুমি মুগ্ধ,
এখন  হও শুধুই  দগ্ধ।
আমার সবই আগের মত,
তবুও তুমি কেন এত ক্ষিপ্ত?