তুমি মনোহরিনী স্বর্ণলতা,
তুমি চপল চরণে এসে করলে চুরি,
করলে হরণ অনেক অবেলায়-
জীবনের সবই, যা আছে তা।
আমার প্রথম যৌবন,তোমারই পদচারনায় মুখর,
আজও সেখানে চলে তোমার নৃত্য তুখোর।
আমি যেদিন কোন কিছুই বুঝিনি,
সেদিনও বুঝেছি তোমায়।
আমি যেদিন কিছুই দেখতে চাইনি,
সে দিনও দেখেছি তোমায়।
আমি সবার সাথে রাগ দেখিয়েছি,
শুধু দেখাতে পারিনি তোমায়।
আমি শুধু স্কুলেতে যেতাম তোমার আশায়,
আমার পড়ালেখা, দুর এসব ছাই-
আমি ক্লাসে যেতাম, যেন তোমার দেখা পাই।
আমার একটাই প্রতিযোগী,একটাই শুধু চাওয়া,
কিভাবে শুধু যাবে তোমার নায়ক হওয়া?
তুমিই আমার প্রথম ভালবাসা,তুমি স্বর্ণলতা।
তোমার জন্য মার খেয়েছি অনেক অকারণে ,
তোমার জন্য ঘুরাফিরা ছিলো অকারণে।
আমি মন্দিরেতে যেতাম দেবতা নয়,
শুধু তোমায় দেখবো আশা!
অষ্টপ্রহর সংকীর্তন চলতো আমার মনে,
সে মনের মনিকোঠায় কেবল তুমি,একাই দেবতা।
তুমিই  আমার নিউক্লিয়াস, ছিলে আমার অভিকর্ষ,
আমি কেবল চন্দ্র ছিলাম,চলতো পরিগ্রহ।
তোমার জন্য শরীর আমার ছুটতো আলোর বেগে,
যেথায় তুমি চলে যেতে,পৌঁছে যেতাম তাতে!
ঝর-ঝঞ্ঝা,সকল বাধা কিছুই যেন কিছুনা,
তুমিই আমার প্রথম প্রেম,তুমি স্বর্ণলতা।


বিঃদ্রঃ এ কবিতাটিতে যদি সুর দেওয়া হয়,আমার বিশ্বাস এটি অনবদ্য গানে পরিণত হবে।আছে নাকি কোন সুরকার তো হয়ে যাক.......



25/10/2014