মাগো তোমার কাছে লেখার মত আর কিছু নাই,
তাই শেষে এবার একটা দুঃখের কাহিনী জানাই!
মাগো শুন সে কাহিনী-
ঢাকা শহরের বুয়ারা সব সেজেছে রাজরাণী।
তাদের বুয়া বললে মাইন্ড করে,
খালা বললে মাথায় চড়ে-
কথায়,কথায় শুনায় শুধু খড়-খড় বাণী।
যাচ্ছেতাই রান্না করে, তৈল দেয় বেশি করে, আরো কত কি!
নিষেধ করলে ভাব ধরে, করে গোঁড়ামি,বলে-
“তোমাদের কাজ তোমরা কর, বিদায় হই আমি”
কাজের কাজ কিছুই না, ধরে শুধু বায়না;
এদিক-ওদিক হলে একটু বলে কি জান মা?
“এই মেসের লোকজন একটুও ভাল না”।
দেইনা ঝাড়ি, দেইনা গালি, দেই সম্মান-
বিনিময়ে সইতে হয় শুধু অপমান!
বল মা সরলতার এই প্রতিদান?
অথচ চোখের সামনে নিত্য দেখি-
কত বুয়া সয় কত অকথ্য সব গালি,কারণ-অকারণ।
তবুও তাদের কাজ ওরা করে ঠিকমত রোজ হরদম।
আসলে মা-“মানুষ শক্তের ভক্ত নরমের যম”।


27/12/2001
12:30 am
moddobadda,Dhaka.
বিঃদ্রঃ HSC পড়ার সময়, ঢাকায় বুয়াদের আচরনে ব্যথিত হয়ে এ কবিতাটি লিখেছিলাম।