সেই শৈশব থেকেই  অসম্ভবকে ধরার জন্য ছুটছি-
ছোট বেলায় আকাশ দেখে ভেবেছি,
বড় হয়ে আকাশ ছোঁব!
বড় হয়ে দেখলাম আকাশ বলে কিছু নেই।
ছোট বেলায় আরও একটা বিষয়ে প্রবল আগ্রহ ছিল,
ভেবেছিলাম তার কাছেও যাব,একবার তাকেও ছুঁয়ে দেখব।
বড় হয়ে জানলাম সেও নেই-
তার নামটা কখনও বলবো না।
চাঁদ,মঙ্গল আর মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের ভাবনা দেখে,
কখন যেন একবার মহাকাশচারী হতে চেয়েছিলাম।
আজ আমি জানি এসব থেকে আমি কত যোজন যোজন দূরে,
আলোর বেগে ছুটলেও এক জীবনে ভ্রমন কখনও শেষ হবেনা-
অন্য একটা জনম কি আদৌ পাব?
কৈশোরে দীগন্তে নেমে আসা কোমল-কুসুম সূর্যকে দেখে,
কতবার ছুটে গেছি পশ্চিমে-
তাকে দু'হাতে জাপটে ধরার জন্য!
আজ আমি জানি,আমি কত বড় দুঃসাহস দেখিয়েছি-
কত প্রতাপশালী সে,কত বড় আদিত্য!
সূর্য স্পর্শের সাধ আমার ফিকে হয়ে গেল যৌবনে,
কারন তখন আমি নিজেই জ্বলজ্বলে সূর্য,
জ্বলছি মধ্যগগন জুড়ে-আমার তাপে বিগলিত চন্দ্রমুখী কত!
তবু হতে পারিনি তৃপ্ত,পূর্ণ হয়নি স্বপ্ন -
যার তাপে সদা বিগলিত আমি,সে দেয়নিকো মূল্য!
যখন আমার একটাই সাধ,একটাই শুধু স্বপ্ন;
হূর-পরী নয়, স্বর্নলতা সে আমার চির আরাধ্য-
তখন জানলাম স্বর্ণলতা আমার নেই,হয়তো অন্য কারো!


06/01/2015
12:14 am
d.m