প্রিয় হাকিম চত্বর,
মিলালো আজ বাংলা কবিতার কবিদের আসর।
কোন কবি বয়ঃবৃদ্ধ,কোন কবি চির তরুন-
কাহারো বার্ধক্যের ভিতরে জ্বলে তপ্ত লাল আগুন।
কেউবা এলেন জাত কবি সেজে,কেউবা হাল ফ্যাশনে।
কেউবা এলেন শুভ্র বেশে,কেউবা শুভ্র কেশে।
কবি নন এক তরুণী এসেও পড়লেন মধুর বিপদে-
সব কবিদের একটাই দাবী,কবি তাকে বানাতেই হবে।
চা হলো,পরিচয় হলো,হলো মিলন মেলা
অনেক কবিকেই মিস করা হলো,যাবে না যাহা বলা।
দশ বারো জন কবির এই মিলনস্রোত বইয়ে চললো পরে-
হাকিম চত্বর হইতে ঠিক বইমেলা চত্বরে।
সেখানে গিয়ে দেখা হলো বই,কিনা হলো কিছু,ঘুরা হলো বেশ ভারী-
সর্বশেষে এক এক করে সবাই চলে এলাম নিজ নিজ বাড়ী।


07/02/2015
12:43 am
jhigatola,dhaka