একুশ মানে জাতীয় চেতনা,একুশ মানে উজ্জিবীত প্রেরণা।
একুশ মানে ঝরো সংলাম,একুশ মানে শহীদের প্রলাপ-
“দেবনা জবান,দেব এ প্রাণ; একুশ মানে বাংলা নিশান।”
একুশের ডাক করেছে অবাক,বিশ্ব দেখেছে বাংলার বাঘ-
গর্জিলে বার, হয় দুর্বার; রেখে যায় সব পদতলে তার
কে আছে ভবে তারে রুধিবার, দেখিয়েছে তা সে বার বার।
একুশ মানে সমুদ্র জোয়ার-মানিবেনা বাধা ভাঙিবে পাড়,
একুশ মানে ঊর্মি উত্তাল-ভাসিয়ে নেবে সব জঞ্জাল।
একুশ মানে স্বাধীনতার অগ্রপথিক, একুশ মানে বিজয়ের টিপ।
একুশের গান আজও অম্লান, একুশ রেখেছে বাংলার মান।
একুশ করেছে ভাষা প্রদান, একুশ শিখিয়েছে রক্ত দান।
মাতৃভাষায় কথা বলা, একুশের এক পরম পাওয়া।
একুশ দেখেছি ভোরের আভায়, একুশ দেখেছি বিষাদ নিলিমায়।
একুশের কীর্তি বড় মহীয়ান!
বিশ্ব তাই আজ করছে সম্মান-আমরাও তাই মহা গড়িয়ান!
ভাষা রক্ষায় জীবন দান, কোনকালে কেউ করেনি প্রদান!
একুশ রেখেছে সেই অবদান, তাই একুশ শুধু আজ স্মৃতি নয়-
অধিকার রক্ষায় নতুনের পথে এক বিরাট দিশারী।


24/12/2004
1:00 am