মধ্যগগণ বিদীর্ণ করে হাসছেন তপন-
না কোন মিষ্টি হাসি নয়,সে নিদারুণ কর্কষ হাসি;
বর্ণহীণ অরক্তিম কৃষ্ণচূড়ার জীর্ন পাতা ভেদ করে,
আমাকে করছে ঘর্মজলে অবগাহন।


তবুও আমি দীর্ঘ সময় অপেক্ষায়-
বাহাদুরশাহ্ পার্ক, বাক্শক্তি থাকলে হয়তো জিজ্ঞাসিত;
কার জন্য কবির এমন ক্লেশ-প্রহর পার?
আসবেনা না সে নিঠুরিয়া প্রিয়ে,
সে হয়তো অন্য কারো প্রতীক্ষায়!


বাক্শক্তিহীন পার্ক নির্বাক থাকলেও,
পথিকেরা নেই মুখবন্ধে-
পাশে এসে বসে,একই প্রশ্ন করে;
নিজেই একই উত্তর দিয়ে,ফিরে যায় সুখচিত্তে-
বসে থেকে লাভ নেই,কেউ আজ আর কথা রাখেনা এ ধরাতে!


পথিকের প্রস্থান,এবার উত্থান মাধুকরের-
মামা দিন না ক'টি টাকা,
যে হারিয়ে গেছে; ফিরিয়ে দেবেন নিশ্চয় বিধাতা।


যাব ফিরে নীড়ে,
রিকশাওয়ালা না হয় বলে বসে-
এতক্ষণ বসেছিলেন মামা,সত্যি কার আশে?


ভাবি জগতে সব প্রতীক্ষায় কী হয় একই মানুষের তরে?
তবে কেন এত কৌতূহল সবার-
ভেবে নেয় যার যার মত করে!


08/08/2015
12:10
bsp,dhaka