একটা ধারাল নখের আঁচর
লম্বা করে টেনে দিয়েছে
সাদা পাহাড় শ্রেণীর এপার ওপার
কোন পুরানো প্রেত ।


তাতে দেখ কারা যেন চলছে
তাদের ছায়া নেই, চোখে স্বপ্ন নেই
মুখে স্বাদ নেই
কেবল চলছে তো চলছে ।


এ কেমন চলা, যেখানে
আরাম সে দাঁড়িয়ে, এক ঝাঁক
মেঘের সাথে, নেই কোন
গুফতগু ।