নৌকা তুমি হারিয়ে গেছ, আটকে গেছ চড়ায়
মনের মধ্যে নদীর স্বপ্ন, কষ্টতে মন ভরায়
ছোট ছোট মিষ্টি ঢেউ, চোরা স্রোতের টান
পচা কাদায় আটকে ভাব, কোথায় মাঝির গান
ভেবেছিলে বাণিজ্যে যাবে, সপ্তডিঙার সাথে
সারা দুনিয়া দেখবে ঘুরে, রোমহর্ষক রাতে


নৌকা তুমি ফেলেছ নোঙর, দেখ মৌনতার জোয়ার
নিজের সাথে বিলীন হবার, এসেছে সুযোগ এবার