রাত তো আসবেই
সবই প্রত্যাশিত, পর পর খুশি ঢেউ
এমন দিনের রবি ঢলবে ই


রাত তো আসবেই
বাতি হীন, ওলট পালট ছায়া ভয়
হয়ত কাটা চাঁদ, হয়ত ঘোর অমাবস্যা


সুড়ঙ্গ-শেষে পাহাড়ের অন্য দিকে
কোন অনবদ্য নতুন সবুজ থাকে অপেক্ষায়
কান্না-পিছল রাস্তায় হাত বাড়িও
ধরা ধরি সবাই চলি রামধনুর খোঁজে
রাত তো আসবেই