মেঘেতে আর দিঘীতে, ভারী দেখ দোস্তি
সারাদিন হি হি হা হা, রাতভোর মস্তি
আমি তো জলে ভরা, এক চামড়ার বালতি
খেলবো তোদের সাথে, কি বা তাতে গলতি
দিঘীর গভীরতা, মেঘ কত হালকা
এক হয়ে মিশে যাব, ফোঁটা জল পলকা
দুফুরের সূর্যে, মনে ঘাম বিন্দু
সন্ধ্যার ঝড়ে ভরে, সারা দেহে সিন্ধু