দুর দেশের পাখি, হাঁফিয়ে গেছ নাকি
রাত্রে ঘুমানোর গাছ, খিদে লাগলে মাছ
জীবনী লেখার খাতা, পালক করে পাতা
শিকড় করে পা, অন্তরে ডুবে যা


চির-স্থবির গাছ, হোকনা এবার নাচ
চুপটি করে ধ্যানে, বুঝলে পৃথিবীর মানে
ক্যামেরা নিয়ে হাতে, জিজ্ঞাসু মন সাথে
নিয়ে পাখীর ডানা, দে অজানাতে হানা