পথধুলা মাখিয়া গায়
চলিয়াছে কোন নবীন হায়
ক্ষুধারও লাগি.....


কি জানি হায়,কত দিবসও রজনী ধায়-
চলিয়াছে পথও ধরি।
জির্ন শির্ন তনু তাহার হাতে ভিক্ষার থলি
তাহারে ডাকিয়া আমি সুধাই,ওহে নবীন জুয়ারি -
কোথা চলিছ দিবসও রজনী লয়ে ভিক্ষার থলি।


বলিল নবীন-
এ ভুবনে হায়, ভালবাসা নাই
আমি অসহায় চলিয়াছি ধায়
যেথা পাইব ভালবাসা, পূর্ণ করিব-
সেথা মোর ভিক্ষার থলি।


বলিলাম নবীন-
নিজ অন্তর অনুসন্ধান করিও
পাইবে ভালবাসা ভুরিভুরি
পূর্ণ করিও তোমার শুণ্য ভিক্ষার থলি।