নির্ঘুম রাত শেষে সূর্য়ের আগমন
তবুও স্তব্ধ করিনি আখি,
উত্তপ্ত দুপুরে ক্লান্ত আমি
তবুও স্তব্ধ করিনি আখি।
দিনের শেষে আবার রাতের আগমন
অস্তমিত হতে চায় এ নয়ন,
তবুও স্তব্ধ করিনি আখি।
নিদ্রায় দুচোখ জুড়ে আসে
মাতালের নেশার মতো।
ঘুমিয়ে গেলে- যদি সে হারায়?
না- হারাতে দেবো না,
হারাতে দেবো না তোমায়।