তুমি কি আমার হবে?
জানি প্রতি উত্তরে "না" শব্দের সম্মুখীন হতে হবে আমায়।
জানি পড়ন্ত বিকেলে আমার কাঁধে মাথা রেখে সূর্যাস্তের অপরুপ সৌন্দর্য দেখার ইচ্ছা-
তোমার নাই,
তবুও বলি,তুমি কি আমার হবে?


তোমার জন্য মহল তৈরি করার সামর্থ আমার নাই, তবে আমার মন মহলের রানী করে আমৃত্যু
তোমার পাসে থাকার ইচ্ছাটা আমার আছে।
সাত জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে-
জনম জনম ভালোবেসে যাওয়ার ইচ্ছাটা
আমার আছে।
হ্নদয় উক্ত আবেগ, "তুমি কি আমার হবে"?


তোমার সাথে প্রথম আলাপন, প্রথম স্পর্শ আমাকে ব্যাকুল হতে বাধ্য করেছিল যেন আত্মিক বন্ধনে-বাধা দুজন,কত চেনা, কত-না আপন।
এ হ্নদয় অন্য হ্নদয়ের বন্ধনে আবদ্ধ হতে চায় না বারেবারে তোমার দিকেই ছোটে,
তোমার শুণ্যতা অনুভব করে।
তাই "তুমি কি আমার হবে"?