ছোট্ট থেকে আসছি শুনে
মহিষাসুর মেরেছিলি,
সত্যি করে বল না মাগো
সত্যি কি তা পেরেছিলি।


সত্যি কি তোর ত্রিশূল খোঁচায়
মহিষাসুর মারা গেছে,
তবে কেন প্রতি বছর
দেখি যে তোর পায়ের কাছে।


কেমন তরো দাঁত খিচিয়ে
তোর দিকে মা ভেংচি কাটে,
পশ্চাতে এক মার না লাথি
পরুক গিয়ে শ্মশানঘাটে।


সত্যি করে বলনা কবে
অসুরটাকে করবি শেষ,
নাকি সবই লোক দেখানো
আসলে সব গট আপ কেস।


স্বর্গে কি মা রাজনীতি হয়
মন্ত্রীরা কি সব ঝানু,
বাইরে শুধু রঙের লড়াই
ভিতরে সব রামধনু ।


ঐখানে কি হাওয়ায় হাওয়ায়
আচ্ছে দিনের স্বপ্ন ওড়ে,
লক্ষ টাকায় সেজেগুজে
সুর-অসুরে বিদেশ ঘোরে।


মহিষাসুর বধটা যদি
হয়ে থাকে তোরই কাজ,
তবে কেন মর্ত্য জুড়ে
চলছে আজও অসুর রাজ?