কাচের ভেতর লাল জামাটা
ইচ্ছে করে ছুই,
কেন আমায় পথকুড়ানি
করলি মাগো তুই?
ঐ মেয়েটা প্যান্ডেলে যায়
বাবা মায়ের সাথে,
আমার বাবা জন্ম দিয়েই
পালিয়ে গেল রাতে।
মাকে সবাই পাগলী বলে,
দেয় না সে চুল বেঁধে
আমায় বুকে জড়ায় না মা
যখন মরি কেঁদে।
ঝুপড়ি আমার দিল ভেঙে
বসবে আলোর সাজ,
রুক্ষ চুলে ছেড়া জামায়
আমার পুজো আজ।
ওদের পূজো পাঁচতলাতে
আকাশে নোট ছোড়া,
আমার পুজো ডাস্টবিনেতে
খাবার খুঁজে ঘোরা।
দুয়োরাণীর মেয়ে আমি
থাকি পথের ঘরে,
দুগ্গা আমার মা নয় গো
মা কি এমন করে?


               -----------------------