"ফিরে এসো"
         -------------------
২২শে শ্রাবন, তোমায় কবি আমার নমস্কার।
তোমায় আজ, এ পৃথিবীর ভীষন দরকার।।
এসো কবি, ফিরে এসো- এ ধরণীর মাঝে।
তোমার স্পর্শে,"যাক মুছে যাক" - যা কিছু আজ বাজে।।
এসো কবি অন্য নামে, অন্য কোন রূপে।
তোমার ছোয়ায় মন জুড়াবে, সকল পরিতাপে।।
স্বপ্নে নয়,গল্পে নয়, চাই তোমাকে বাস্তবে।
রক্ত মাংসের কবি হয়ে,তুমি-- চীর নূতন রবে।।
প্রতিশোধ আর ভাগের খেলায়, জ্বলছে মা আজ ভীষন জ্বালায়।
সে জ্বালা মেটাবে তুমি, তোমার গানে, তোমার কথায়।।
আমরা আজ নইতো রাজা, "রাজার রাজত্বে"।
রাজার সুরে সুর মেলায়, "বাঁচার শর্তে"।।
তুমি এসে, ভালোবেসে, প্রেমের মন্ত্র শিখিয়ে দাও।
ভাই এর হাতে পড়িয়ে রাঁখি, একসূত্রে বেঁধে যাও।।
"মরা গাঙে" আসুক বান, মরা প্রানে আসুক প্রান।
মায়ের ভৃত্য সেই পূরাতণ- "জয়মা বলে" নিঃশর্তে জীবনদান।।


পার্থ গোপাল চক্রবর্ত্তী
------------------------------