ফিরে পাওয়া
----------------------
ফিরে এলেম তোমার কাছে, তোমার আপন দেশে।
পাহাড়- নদী-মাঠ পেরিয়ে, এলেম --- অবশেষে।।
তোমার কবিতা পড়ব বলে,
--- সমস্ত কাজ হেলায় ফেলে।
---- একছুটে পালিয়ে এলেম--
   -----------   চুপিচুপি স্বপ্ন নিয়ে।
সবুজ মাঠের মাঝে এসো-------
    ---- আদর করে দিই ভিজিয়ে।।
আকাশজুড়ে লিখবে বলে-----
---- -----বলেছিলে বড়াই করে।
এখন কেন লুকিয়ে আছ?
------- শিকল তুলে মনের ঘরে।।
রোদের সাথে সন্ধি করে --
----- অনেকটা পথ ঘুরেফিরে।
সাতসমুদ্রের সাতরঙা জল ----
----- এনেছি আজ আঁচলভরে।।
----ফুরিয়ে এখনও যায়নি কিছু,
---- -----তোমার স্বপ্নের পিছুপিছু।
------ জোনাকিরা আসর বসায়,
  ------  তাদের গোপন ডেরায়।।
   বনের পাখির গানে গানে-----
----- নদী চলে সমুখপানে।
মিশবে বলে, সাগরের সাথে।
চাঁদের সাথে নিষিদ্ধ প্রেম,
-------------- পূর্ণিমার রাতে।।
ভোমরা এখনও গান গেয়ে যায়,
------------ ফুলের কানে কানে।
পরীরা এখনও দেয় যে ধরা,
------------ ছোট্ট শিশুর মনে।।
প্রেমের ঘরে হানা দেয়,
আজও -- ভালোবাসার সুর।
------- শঙ্খচিলের ইচ্ছে ডানায়
         কখন যেন ব্যাঘাত ঘটায়।
----------- একফালি রোদ্দুর।।
  বিন্দু বিন্দু তারা জুড়ে,
কবিতা লেখ আকাশভরে।
তোমার ভাষার আলতো ছোয়ায়,
------আকাশমাটি এক হয়ে যায়।
------ তেমনি করে গল্প লেখো।
   "এক পৃথিবী" -- গল্প লেখো।।
----- গল্পগুলো হউক সেকেলে,
-------- তবুও আমি শুনব বলে।
মেঘ হয়ে আকাশ মাঝে----
------ শুনব কাজের ফাকে।
কবি বলেই ডাকব তোমায়,
-------- আমার স্বপ্নলোকে।।


পার্থ গোপাল চক্রবর্ত্তী
------------------------------