আজকে আমার মনের মাঝে,হাজার রকম প্রশ্ন ভাসে।
বলবো যে তার একটা দুটা, লাগবে না তা কারো কাজে।
মানব জাতির উন্নয়নে,শিক্ষার নাকি মূল্য আছে।
পাঁচ থেকে তাই পনেরো তে,কাটিয়ে দিলাম পাঠশালা তে।
তারপরে তে বিশ্ব ঘুরে, মাধ্যমিক এর দোরগোড়াতে।
কি হবে ভাই এটুকু তে, কপালে ডিগ্রী  না জুটলে।
ভেবে ভেবে অবশেষে, চলে এলাম ডিগ্রি র দেশে।
কিসে তার যন্ত্রণা,আজকে তা আর বলব না।
নিয়ে মাথায় হাজার কাজ, করলাম আমি ডিগ্রী পাশ।
কি যে করি পরিশেষে, কিছু না মোর চিত্তে আসে।
জীবনের এই অধিক ভারে,ছুটলাম চাকরি র দ্বারে দ্বারে।
জ্ঞানী গুনি ব্যাক্তিবর্গ,বলল এসে কত আছে?
বললাম আমি ডিগ্রী পাশ,তাই শুনে ভাই তারা হাসে।
থাকলে তোমার পকেট ভার,ডিগ্রি পাশের কি দরকার।
চোখের সামনে অন্ধকার, চাকরি র সব বন্ধ দ্বার,
আজকে আমার মানের মাঝে,একটাই সুধু প্রশ্ন বাজে।
এতদিন তবে মিছে মিছে,ছুটলাম শুধু ডিগ্রি র পিছে?