ঠক ঠক করে লাঠি হাতে নিয়ে
হেটে আসে অনাহারী,
রোগা পাতলা শরীরটাতে
হাড়গোড় সারি সারি |
কাউকে দেখিনি পাশে দাড়াতে
পড়ে যায় সে যখন,
ক্ষুধার জ্বালায় কেঁদেছে তবু
কাউকে দেখিনি তখন |
যেখানে প্রচুর সেখান থেকে
দেয়নি কোনো কিছু,
বড় বাবুরা ভুলেই গেছে
দিয়ে দিয়েছে পিছু |
এই সে বুড়ো ভালোই ছিল
আজ নেই আশ্রয়,
আপনজনেরা কেড়ে নিয়েছে
জীবনের সাশ্রয় |
অনাহারীর দিন কাটে শুধু
পাগলের মতো হেটে,
কুকুর যদি ফেলে যায় কিছু
তাই কপালে জুটে |
পৃথিবীতে আছে মানুষ যতো
স্বার্থ নিয়েই বাচে,
সবাই সবার বহুদূরে থাকে
যদিও দেখেছি কাছে |