হয়তো একদিন আমি অনেক কেঁদেছিলাম
চারদিক থেকে সূক্ষ তীর এসে বিধেছিল
যে ব্যথা একদিন সইতে পারিনি,
স্বপ্নের মাঝে একটু হাসি খুঁজেছিলাম
নীল আকাশে এক ফালি সাদা মেঘ
চেয়েছিলাম
কিন্তু কিছুই পাইনি আমি |
কিছু মলিন মুখে হাসি ফুটাতে চেয়েছিলাম
কিন্তু কেউ তা জানতে পারেনি,
কিছু অন্ধ চোখে আলো ফুটাতে গিয়ে
শ্রাবনের ঘন কালো মেঘ ডেকে এনেছিলাম
বিদ্যুৎ চমকানো আর বজ্রের হুংকারে
ভয়ে কেপে উঠেছিল সারা শরীর,
তবু একটু ক্ষণের জন্যও আমি হাসতে পারিনি |
আমি লোকাল ট্রেনে চড়ে
স্টেশনের পর স্টেশন পাড়ি দিয়েছি
দেখেছি ওরা শুয়েছিল আর শীতে কাপছিল
সেদিনও আমি কেঁদেছিলাম,
আমি ঘুরে বেড়িয়েছি বস্তি থেকে বস্তিতে
তবু আঁকতে পারিনি কারো দুর্দশার ছবি
শুধু নিরবে কেঁদেছিলাম
আজ আমি আর কাঁদিনা |
কোনো শরতে আবার কোনো বসন্তে
এখন আমিও হাসতে পারি স্বার্থপরের মতো,
কারো মুখে হাসি ফুটানোর প্রয়োজন নেই আর
|