ওদের দুই হাত, দুই পা ওয়ালা মানুষের মতো
দেখতে
তবুও ওরা মানুষ নয়,
আমি এমন প্রতিদিনই দেখি, হাজার তো হবেই !
বাহির আর ভেতর সম্পূর্ণ আলাদা
তবু কখনও আলো ফুটতে দেখিনি
ওরা কখনো কারো জন্য কাদেনি,
হৃদয়টা বন্ধই রয়েছে উন্মুক্ত আর হয়নি
ওরা স্বার্থপরের মতো নিজের জন্য হেসেছে,
কখনো কেদেছে |
ওরা ফুলের মতো নিষ্পাপ হতে পারেনি
যে ফুল তার সুগন্ধ বিলিয়ে দিয়েছে বাতাসে,
ওরা কখনো শিখতে চায়নি মানবপ্রেমের সংজ্ঞা |
অন্যদিকে প্রতিহিংসার আগুনে জ্বলে উঠেছে,
ওরা গাছের ছায়ার মতোও হতে পারেনি
যে নিঃস্বার্থের মতো ছায়া বিলিয়ে দেয় অকাতরে
|
ওদের মনে কখনো অনুশোচনা আসে নি
ওরা ভেবে নেয় যা হবার তাই হবে,
ওদের চোখ আছে-
তবু কারো চোখের জল মুছে দিতে পারেনি
ওদের হাসার মতো দুটি ঠোঁট আছে,
কিন্তু কারো মুখে কোনদিন হাসি ফুটাতে পারেনি |
ওরা পঙ্গু নয়, অন্ধ নয়, বোবা নয়-
মানুষ হওয়ার মতো ওদের সব আছে,
তবুও ওরা মানুষ নয় |