মাগো আর কখনও ঝরতে দেবনা
তোমার চোখের জল,
তুমি আমার স্বর্গ মাগো তুমিই যে সম্বল |
তোমার মুখের সকল কথা যেন অমর বাণী,
তোমার আদেশ শিরধার্য তুমি দেশের রানী |
ভাঙতে পারি ঐ হিমালয়
দেখতে তোমার হাসি,
আর কখনও কোনো মাকে হতে দেব না দাসী |
তুমি মাগো শিখিয়েছ বর্ণমালার পাঠ,
তুমিই প্রথম দেখিয়েছ নকশি কাঁথার মাঠ |
আজ কেন তুমি এতো অসহায়
নয়ন জলে ভাসো,
তবু তুমি হাসো মাগো, তবু তুমি হাসো |
এই কি তোমার স্বাধীনতা সারাক্ষন ভয়ে
থাক,
ছেলে হারানোর ভয়ে ছেলেকে বুকে লুকিয়ে
রাখ |
তোমার মুখের হাসি কোথাও হারাতে দেব
না,
আর কখনও কোনো মাকে
বাবুদের তরে হাত পাততে দেব না |
তুমি চিরসত্য মাগো, জাগ্রত তুমি মা-
তুমি বিশ্বজুড়ে মাটির ঘরে দেবীর প্রতিমা |