গড়ে দিয়েছি বহুতল দালান-কোঠা
একটি একটি করে ইট গেথেছি কংক্রিটের
সংমিশ্রনে,
কখনও কখনও লোহা এসে বিঁধেছে শরীরে |
রক্ত ঝড়েছে বহু,
তবু তোরা আর কি চাস ?
বল, আর কতো চোষবি ?
চোষতে চোষতে একেকটা ফুলে গেছিস
তোদের শরীরে সব আমাদের রক্ত,
আর আমরা দিনে দিনে কঙ্কালসার হয়েছি |
রোদে পুড়ে বৃষ্টতে ভিজে চামড়া শক্ত হয়ে
গেছে
তবু তোদের বিষদাত আমাদের ছাড়েনি,
অবিরাম রক্ত চোষেই গেছে |
দামি গাড়িতে চড়ে তোরা যে রাস্তা দিয়ে'
যাস
তোরা কি জানিস, ঐ রাস্তায় মিশে আছে
আমাদের মতো কতো শ্রমিকের রক্ত মাংস ?
তবু আমরা রক্ত দিতে থামিনি,
নতুন দিনের চাকা ঘুড়িয়েছি
আর তোরা, রক্ত চোষে গেছিস
আমরা দিয়ে গেছি
তবু বল, আর কতো চোষবি